বরগুনার তালতলীতে ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত ।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা১১ টার দিকে তালতলীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অগ্নিনির্বাপণ ও নানা দুর্যোগে দায়িত্ব পালন করা সংস্থাটি বুধবার (১৬ নভেম্বর) পর্যন্ত তিন দিনের ‘ফায়ার সপ্তাহ-২০২২’ ঘোষণা করা হয়। তালতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো.বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবীর জোমাদ্দার। বিশেষ অতিথি ছিলেন তালতলী উপজেলা নিবার্হী অফিসার এসএম সাদিক তানভীর।
ফায়ার স্টেশনের গাড়ি পাম্প, অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জামামি প্রদর্শন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল-কলেজ, হাট-বাজার, শিল্প প্রতিষ্ঠান বিপণিবিতান, শপিংমলসহ বিভিন্ন স্থানে গণসংযোগ, মহড়া প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়।