তালতলীতে সমুদ্র সমাজের জমকালো বার্ষিক সমাবেশ
logo
ঢাকা, শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালতলীতে সমুদ্র সমাজের জমকালো বার্ষিক সমাবেশ

মাহমুদুল হাসান, তালতলী
ডিসেম্বর ২৪, ২০২৪ ৭:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে স্থানীয় সামাজিক সংগঠন সমুদ্র সমাজের ৭১টি কমিটির নেতৃবৃন্দদের নিয়ে বিশাল এক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১টার দিকে এসিএফ ও জাগোনারীর রাইট-টু-গ্রো কর্মসুচীর কারিগরী সহায়তায় কারিতাস মাঠে আয়োজিত জমকালো অনুষ্ঠানে পায়রা (কবুতর) উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা।

সমুদ্র সমাজের সহ-সভাপতি মাসুমা আক্তারের সভাপতিত্বে সমাবেশে সমুদ্র সমাজের সামাজিক কর্মকান্ড তুলে ধরেন সম্পাদক গোলাম মোস্তফা পান্না।

সমুদ্র সমাজ-২০২৪ এর পরিচালক সাংবাদিক নাসির উদ্দিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আইরিন আলম, তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল, এসিএফএর প্রোগ্রাম ম্যানেজার বাবুল শেখ, জাগোনারীর কেন্দ্রীয় ডাইরেক্টর গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান আলমগীর মিঞা আলম মুন্সি, মোঃ ফারুক খান, ইব্রাহিম সিকদার পনু, কবির হোসেন হাওলাদার, সাংবাদিক হাইরাজ মাঝি ও ক্ষুদ্র উদ্যোক্তা আনোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য, স্থানীয় সংগঠন সমুদ্র সমাজ ৫ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি রোধে কাজ করছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।