তাহিরপুরে স্বাস্থ্য বিধি অমান্য করায় ১৩ জনকে জরিমানা
logo
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তাহিরপুরে স্বাস্থ্য বিধি অমান্য করায় ১৩ জনকে জরিমানা

তানভীর আহমেদ, তাহিরপুর (সুুনামগঞ্জ)
জুলাই ২৭, ২০২১ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

সরকারী বিধিনিষেধ অমান্য করায় ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর বাজার, আনোয়ারপুর বাজার, বালিজুরী বাজার এবং বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৭শে জুলাই) উপজেলার সদর বাজার, আনোয়ারপুর বাজার, বালিজুরী বাজার এবং বিভিন্ন সড়কে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তাহিরপুর) মোঃ আলাউদ্দিন মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন। এসময় ৯টি মামলায় (১৩ জনকে) মোট ১২হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তাহিরপুর) মোঃ আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য বিধি না মানায় মোবাইল মোর্ট পরিচালনা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।