পিএসএল ২০২৪ : ছয় দলের স্কোয়াড
logo
ঢাকা, মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিএসএল ২০২৪ : ছয় দলের স্কোয়াড

স্পোর্টস ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। ড্রাফট শেষে অংশ নেওয়া ছয়টি দল তাদের স্কোয়াড চূড়ান্ত করেছে। বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের ২১ জন ক্রিকেটারের নাম ড্রাফটে থাকলেও তাদের কেউই দল পাননি।

গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে নবম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে নতুন করে দল পেয়েছেন ৪০ জন ক্রিকেটার। আর বাকিদের আগে থেকেই রিটেনশন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

পিএসএল ২০২৪ এর প্লেয়ার্স ড্রাফটের জন্য ২২ দেশের মোট ৪৮৫ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। সর্বোচ্চ ১৫৮ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন ইংল্যান্ড থেকে। ওয়েস্ট ইন্ডিজের ৫৮ জন ক্রিকেটার, শ্রীলঙ্কার ৪০, আফগানিস্তানের ৩৬, দক্ষিণ আফ্রিকার ৩০ জন ছিলেন। এছাড়া বাংলাদেশ থেকে ২১ জন, নিউজিল্যান্ডের ১৮, অস্ট্রেলিয়ার ১৬, জিম্বাবুয়ের ১১ ও আয়ারল্যান্ডের ৯ জন।

এক নজরে ছয় দলের স্কোয়াড

করাচি কিংস

শান মাসুদ (অধিনায়ক) কাইরন পোলার্ড, ড্যানিয়েল স্যামস, মোহাম্মদ নেওয়াজ, জেমস ভিন্স, হাসান আলি, টিম সেইফার্ট, শোয়েব মালিক, তাবরিজ শামসি, মীর হামজা, মোহাম্মদ আখলাক, মোহাম্মদ আমির খান, আনোয়ার আলি, আরাফাত মিনহাজ, মোহাম্মদ ইরফান খান, সিরাজউদ্দিন, সাদ বেগ ও জেমি ওভারটন।

লাহোর কালান্দার্স

শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), ফখর জামান, রাসি ভ্যান ডার ডুসেন, হারিস রউফ, ডেভিড ভিসা , শাহিবজাদা ফারহান, সিকান্দার রাজা, আব্দুল্লাহ শফিক, জামান খান, মির্জা তাহির বেগ, রাশিদ খান, মোহাম্মদ ইমরান, আহসান ভাট্টি, ড্যান লরেন্স, জাহানদাদ খান, সৈয়দ ফরিদুন মাহমুদ, শাই হোপ ও কামরান গুলাম।

ইসলামাবাদ ইউনাইটেড

শাদাব খান (অধিনায়ক), নাসিম শাহ, জর্ডান কক্স , ইমাদ ওয়াসিম, আজম খান, তাইমাল মিলস, ফাহিম আশরাফ, অ্যালেক্স হেলস, কলিন মুনরো, রুম্মন রাইস, ম্যাথু ফোর্ডে, সালমান আলি আগা, কাশিম আকরাম, শাহাব খান, হুনাইন শাহ, উবাইদ শাহ, শামিল হুসাইন ও টম কারেন।

পেশোয়ার জালমি

বাবর আজম (অধিনায়ক), রভম্যান পাওয়েল, নুর আহমেদ, সাইম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর, আসিফ আলি, মোহাম্মদ হারিস, আমির জামাল, নাভিন উল হক, খুররাম শেহজাদ, সালমান ইরশাদ, আরিফ ইয়াকুব, উমাইর আফ্রিদি, ড্যানিয়েল মোসলে, হাসিবুল্লাহ, মোহাম্মদ জিশান, লুঙ্গি এনগিডি ও মেহরান মুমতাজ।

মুলতান সুলতান্স

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), ইফতিখার আহমেদ, ডেভিড উইলি, খুশদিল শাহ, উসামা মীর, ডেভিড মালান, আব্বাস আফ্রিদি, রেজা হেন্ড্রিক্স, রিস টপলি, ইহসানউল্লাহ, তায়েব তাহির, শাহনেওয়াজ দাহানি, মোহাম্মদ আলি, উসমান খান, ফয়সাল আকরাম, ইয়াসির খান, ক্রিস জর্ডান ও আফতাব ইব্রাহিম।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স

সরফরাজ আহমেদ (অধিনায়ক), রাইলি রুশো, শেরফানে রাদারফোর্ড, মোহাম্মদ আমির, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, জেসন রয়, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সরফরাজ আহমেদ, আবরার আহমেদ, মোহাম্মদ হাসনাইন, উইল স্মিদ, সৌদ শাকিল, সাজ্জাদ আলি জুনিয়র, উসমান কাদির, ওমাইর বিন ইউসুফ, আদিল নাজ, খাজা নাফাই, আকিল হোসেন ও সোহেল খান।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।