জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্হাপনায় ও ফেনী জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজনে ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে বুধবার ১৭ মার্চ বিকেলে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ওয়াহিদুজজামান।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ মিলন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খোন্দকার নুরুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম জাকারিয়া, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আতোয়ার রহমান , ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণত সম্পাদক আমির হোসেন বাহার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন সুলতানা, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ কাজল, বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগের আহবায়ক শুশেন চন্দ্র শীল, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আমজাদ হোসেন বিপ্লব সহ জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল এসোসিয়েশন কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথি ও ক্রীড়ামোদী দর্শকেরা।
জানা যায় প্রথম বিভাগ ফুটবল লীগে ফেনী জেলার ১১টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় রামপুর বয়েজ ক্লাব ৪-১ গোলে দাগনভুঁইয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে লীগে শুভ সূচনা করে।
দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।