ফাজিল পরীক্ষার ৩য় বর্ষের ফলাফল প্রকাশ
logo
ঢাকা, মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফাজিল পরীক্ষার ৩য় বর্ষের ফলাফল প্রকাশ

বিবর্তন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৩ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও রিটেইক) পরীক্ষা ২০২১- এর ফলাফল প্রকাশিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের কাছে পরীক্ষা নিয়ন্ত্রক একেএম আক্তারুজ্জামান ফলাফল হস্তান্তর করেন।

এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

চলতি বছর ৩০ জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশের ৮টি বিভাগের ২৯৬টি পরীক্ষা কেন্দ্রে মোট ১ লাখ ১০ হাজার ১৯৭ জন পরীক্ষার্থী ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় পাসের হার যথাক্রমে ১ম বর্ষ ৮৫.৮৩ শতাংশ, ২য় বর্ষ ৯১ শতাংশ ও ৩য় বর্ষ ৮৬.৪২ শতাংশ। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd-এ পাওয়া যাবে।

ফলাফল প্রকাশ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, সীমিত জনবল ও নানা জটিলতার মধ্যে মাত্র ৪৫ দিনে তিনটি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে বিগত সময় ৬ মাস বা আরও বেশি সময় লাগত। আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে করে আমাদের সন্তানদের জীবন থেকে মূল্যবান সময় চলে না যায়।

মাদ্রাসায় সেশনজট শূন্যে আনার পরিকল্পনা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ফলাফল প্রকাশের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের যে সেশনজট ছিল তা দূর হয়ে সেশনজট অবমুক্তির যাত্রা শুরু হলো। এক বছরের মধ্যে ফাজিল (স্নাতক) পাস, ফাজিল (স্নাতক) অনার্স ও কামিল (স্নাতকোত্তর) শ্রেণিতে আর কোনো সেশনজট থাকবে না।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।