নাটোরের গুরুদাসপুরে বাসররাতে বউকে নিয়ে পালিয়ে গেছেন বর। বাল্যবিয়ের অভিযোগে বিয়ে বাড়িতে ইউএনওর অভিযানের খবরে অস্টম শ্রেণির ছাত্রী বউকে নিয়ে পালিয়ে গেলেন বর। তাদের সঙ্গে বিয়েবাড়ি ছেড়ে অন্যরাও পালিয়ে যান। গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন।
ইউএনও তমাল হোসেন জানান, মামুদপুর গ্রামের মো. তছের সরকারের বাড়িতে তার ছেলে ইনামুল সরকারের (২৫) সঙ্গে পার্শ্ববর্তী এলাকা দুধগাড়ী গ্রামের মো. আনোয়ার হোসেনের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নূপুরের (১৫) বিয়ের প্রস্তুতি চলছিল। বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। বিয়েবাড়ির লোকজন তাদের উপস্থিতি টের পেয়ে বর-কনেসহ সবাই দৌড়ে পালিয়ে যায়।
দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।