আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান তার অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দেওয়ার অপচেষ্টায় এবং ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টায় একটি রাজনৈতিক দলের জন্ম দিয়েছিল ক্যান্টনমেন্টে। সেই দলটির নাম বিএনপি। অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া এই দলটি অবৈধ। অতএব বিএনপি একটি অবৈধ রাজনৈতিক দল।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, রাজনীতি মানে হচ্ছে দেশসেবা, জনগণের সেবা। কিন্তু বিএনপি দেশ, জনগণের কারও সেবা করেনি। তাদের জন্ম ক্যান্টনমেন্টে অবৈধ সেনা শাসকের পকেট থেকে। তাই তারা বাংলাদেশে জন্ম দিয়েছে ঋণ খেলাপিদের। জন্ম থেকেই ছাত্র সমাজকে কলুষিত করবার জন্যই অস্ত্র তুলে দিয়েছিল। তাদেরকে হিজবুল বহরে নিয়ে গেছে। শিক্ষাঙ্গনকে কলুষিত করেছে।
তিনি বলেন, বিএনপি একাত্তরের রাজাকার, আলবদর, আলশামস, যুদ্ধাপারাধীদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি, সমাজ, রাষ্ট্রে পুনর্বাসন করেছে। বিএনপি ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। আমাদের লাখ লাখ মা-বোন যাদের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছিল রাজাকার আলবদর পাকিস্তানি হানাদার বাহিনী, তাদেরকে ক্ষমতায় বসিয়ে স্বাধীনতার সঙ্গে বেঈমানি করেছিল এই বিএনপি। বিএনপি-জামায়াত বঙ্গবন্ধুকে হত্যা করেছে সপরিবারে, শিশু রাসেলকে হত্যা করেছে, বঙ্গমাতাকে হত্যা করেছে ও বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সকল সদস্যকে হত্যা করেছে। বঙ্গবন্ধুকন্যা দেশে ফেরার পর অন্তত পক্ষে ২১ বার কখনো গ্রেনেড মেরে, ৭৬ কেজি বোমা পুঁতে রেখে, গুলি করে শেখ হাসিনাকে হত্যা করার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু রাখে আল্লাহ মারে কে। আল্লাহর অশেষ রহমতে দেশরত্ন শেখ হাসিনা বাংলার উন্নয়নের জন্য বেঁচে আছেন।
দীপু মনি বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে বাংলার মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে। অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিকশিত হয়েছে। আওয়ামী লীগ বাঙালিকে তার ভাষার অধিকার, মাতৃভাষাকে রাষ্ট্রভাষার অধিকার এবং স্বাধীনতা এনে দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ গণতন্ত্র দিয়েছে। গণতন্ত্রকে পুনরুদ্ধার, জনগণের ভাতের অধিকার, দেশের উন্নয়ন দিয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার এক টানা গত ৪২ বছরের পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে পরিচিতি লাভ করেছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামের পরিচালনা সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূইয়া, জে আর ওয়াদুদ টিপু, মনজুর আহমেদ মনজু, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।