বিপিএল ২০২৪ | বাংলাদেশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল (গ্রুপ পর্ব)
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর নিয়ম নীতি অনুসরণ করে প্রণয়ন করা হবে বিপিএল ২০২৪ পয়েন্ট টেবিল। ৭টি দলের মাঝে গ্রুপ পর্ব শেষ দ্বিতীয় রাউন্ডে যাবে মোট ৪টি দল। এর মাঝে পয়েন্ট টেবিলের শীর্ষ ২ জন যথাক্রমে এলিমিনেটর (তৃতীয় দল বনাম চতুর্থ দল) ম্যাচ পাবে যা অনুষ্ঠিত হবে আগামী ২৫ ফেব্রুয়ারি এবং ১ম কোয়ালিফায়ার (১ম দল বনাম দ্বিতীয় দল) ও দ্বিতীয় কোয়ালিফায়ার (এলিমিনেটরে জয়ী বনাম ১ম কোয়ালিফায়ারে পরাজিত দল) ম্যাচে মুখোমুখি হবে। তার আগে আমাদের জেনে নিতে হবে চলমান বিপিএলের পয়েন্ট টেবিল ২০২৪, যার প্রেক্ষিতে দল গুলো পরবর্তী পর্বের খেলায় অংশ নিতে পারবে।
বিপিএল পয়েন্ট টেবিল ২০২৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মোট ৪৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে গ্রুপ পর্বে ৪৩টি। গ্রুপ পর্বের এই ম্যাচ গুলোই বলে দিবে, কোন দল পরের রাউন্ডে যাবে এবং বিপক্ষ কোন দলের সাথে খেলবে? কারণ গ্রুপ পর্বের ম্যাচ গুলোই টুর্নামেন্টের সৌন্দর্য নির্ধারণ করবে। নিচের অংশ হতে দেখে নিন বিপিএল ২০২৪ পয়েন্ট টেবিল, যার দ্বারা বর্তমানে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল ও রংপুর।
লাস্ট আপডেট: ২০/০২/২০২৪
টিম | ম্যাচ | জয় | পরাজয় | নেট রান রেট | পয়েন্ট | শেষ ৫ ম্যাচ |
রংপুর রাইডার্স Q | ১২ | ৯ | ৩ | +১.৪৩৮ | ১৮ | |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স Q | ১২ | ৮ | ৪ | +১.২৭৯ | ১৬ | |
ফরচুন বরিশাল Q | ১২ | ৭ | ৫ | +০.৪১৪ | ১৪ | |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স Q | ১২ | ৭ | ৫ | -০.৪১০ | ১৪ | |
খুলনা টাইগার্স | ১২ | ৫ | ৭ | -০.৪৪৭ | ১০ | |
সিলেট স্ট্রাইকার্স | ১২ | ৫ | ৭ | -০.৮৯১ | ১০ | |
দুর্দান্ত ঢাকা | ১২ | ১ | ১১ | -১.৪২০ | ২ |
BPL Point Table 2024
BPL এবার মোট ৩টি স্টেডিয়ামে মাঠে গড়াছে ঢাকা মিরপুর শেরে-ই বাংলা, চট্টগ্রামের জহুর আহম্মেদ এবং সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এখানে সেই দল গুলোই দাপটের সাথে টিকে যারা BPL Point Table 2024 এর শীর্ষ চারে অবস্থান করবে। তার জন্য প্রতিটি দলকে ১২টি ম্যাচের মধ্যে অন্তত ৫-৬টি ম্যাচে জয়লাভ করতে হবে।