বিপিএল প্লে অফ : সময়সূচি ২০২৪
logo
ঢাকা, বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএল প্লে অফ : সময়সূচি ২০২৪

স্পোর্টস ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শনিবার ও রবিবার বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। সোমবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে  বিপিএলের প্লে-অফের লড়াই। প্লে-অফ পর্বের প্রথম ম্যাচ হবে এলিমিনেটর যেখানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লড়বে ফরচুন বরিশালের বিপক্ষে। এ ম্যাচে জয়ী দল চলে যাবে কোয়ালিফায়ারে ও পরাজিত দল ছিটকে যাবে টুর্নামেন্ট থাকবে।

প্লে-অফ পর্বের দ্বিতীয় ম্যাচ হবে প্রথম কোয়ালিফায়ার। সেই ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ী দল পাবে ফাইনালের টিকিট। পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ, সন্ধ্যা ৭ টায়। প্লে-অফের প্রতিটি ম্যাচের জন্য রাখা হয়েছে একটি করে রিজার্ভ ডে।

এক নজরে বিপিএলের প্লে অফের সূচি ২৬ ফেব্রুয়ারি (সোমবার)-

এলিমিনেটর: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল, দুপুর ১টা ৩০ মিনিট

প্রথম কোয়ালিফায়ার: রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

২৮ ফেব্রুয়ারি (বুধবার)

দ্বিতীয় কোয়ালিফায়ার: এলিমিনেটর ম্যাচে জয়ী দল বনাম প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট১ মার্চ (শুক্রবার)

ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল, সন্ধ্যা ৭টা।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।