বৃহস্পতিবার ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল
logo
ঢাকা, বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল

অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২২ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

ভোলায় জেলা ছাত্রদল সভাপতি মো. নুরে আলম নিহতের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

বুধবার জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় আহত হয়েছিলেন নুরে আলম। তাকে নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরে আলম মারা যান।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, জ্বালানি সাশ্রয়ে দেশজুড়ে লোডশেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমের মৃত্যু হয়। অন্তত ১০ পুলিশ সদস্যসহ বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে গুরুতর ছিলেন নুরে আলম।

আহত নুরে আলমকে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পাঠানো হয় বরিশাল শের-ই বাংলা (শেবাচিম) মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নেয়া হয় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে।

অবস্থার অবনতি হলে রোববার রাতে তাকে গ্রিন রোড কমফোর্ট হাসপাতালে নেয়া হয়। সেখানে তিন দিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, ‘শান্তিপূর্ণ জেলাকে পুলিশ আজ লাশের শহরে পরিণত করেছে। স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিমের মৃত্যুর তিন দিন পর আমরা অরেকজন সহযোদ্ধাকে হারালাম। জেলা ছাত্রদলের সভাপতির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই মৃত্যু কোনোভাবে মেনে নেয়া যায় না। এই মৃত্যুর জন্য পুলিশই দায়ী।’

তিনি আরও বলেন, ‘বিএনপি এমন কোনো উচ্ছৃঙ্খলতা করেনি তার জন্য পুলিশকে গুলি করে মানুষ হত্যা করতে হবে। পুলিশ এখন অতি উৎসাহী হয়ে বিএনপি নেতাদের ধরে গুলি করে মারছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।