বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ সদস্যরা সভাপতি থাকতে পারবেন না বলে আদালতের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে আবারও সংসদ সদস্যদের আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ সদস্যরা সভাপতি থাকতে পারবেন না বলে আদালতের দেয়া আদেশের প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ব্যক্তিগতভাবে যে কোন নাগরিকের অধিকার কেউ কেড়ে নিতে পারেন না।
তিনি বলেন, এখানে আইনমন্ত্রী রয়েছেন। তার সঙ্গে কথা হয়েছে। বিষয়টি নিয়ে আপিল হয়েছে। অ্যাটর্নি জেনারেলের সাথেও আলাপ হয়েছে। আপিলটি যখন উঠবে তখন শুনানি হবে। আর শিক্ষা মন্ত্রণালয় তখনই যথাযথ দায়িত্ব পালন করবে। সভাপতি থাকার এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না।
গত বুধবার (৩০ জুন) সংসদে বাজেট পাসের প্রক্রিয়ার সময় বিরোধী দলের সংসদ সদস্যদের বিভিন্ন ছাঁটাই প্রস্তাবের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।