ভিডিওতে জুয়ার বিজ্ঞাপন, ইউটিউবার প্রত্যয় হিরণ গ্রেপ্তার
logo
ঢাকা, মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিডিওতে জুয়ার বিজ্ঞাপন, ইউটিউবার প্রত্যয় হিরণ গ্রেপ্তার

বিনোদন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতীয় অনলাইন জুয়ার বিভিন্ন প্লাটফর্ম দেশে প্রচার করার দায়ে জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরণ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাকি দুইজন হলেন রায়হান ও হামিদ। এদের মধ্যে হামিদ নিজেও একজন ইউটিউবার।
ডিবি সূত্রে জানা যায়, অনলাইন জুয়ার প্লাটফর্ম সাইট ওয়ানএক্সবেট, বাবুএইটিএইট, ক্রিকেএক্সের প্রচারণা হিরণ তার ইউটিউব চ্যানেল ‘আজাইরা লিমিটেড’ এর মাধ্যমে করতেন। বিজ্ঞাপন বাবদ এসব জুয়ার সাইটের এজেন্টদের কাছ থেকে ভিডিও প্রতি ১০ হাজার টাকা করে নিত হিরণ।
বিষয়টি নিশ্চিত করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, হিরণকে গত এক বছর ধরে নজরদারিতে রাখা হয়েছিল। সে দীর্ঘ দিন ধরে টাকার বিনিময়ে বিজ্ঞাপনের মাধ্যমে তার ইউটিউব চ্যানেলে অনলাইন জুয়ার সাইটের প্রচার করে আসছিলো। গত সপ্তাহে এ সংক্রান্ত একটি মামলা হয় তার বিরুদ্ধে রমনা থানায়। এই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।