‘মিস ইউনিভার্স বাহরাইন ২০২২’ এর বিচারক হলেন ঊর্বশী
logo
ঢাকা, বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মিস ইউনিভার্স বাহরাইন ২০২২’ এর বিচারক হলেন ঊর্বশী

স্পোর্টস ডেস্ক
আগস্ট ১৬, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

‘মিস ইউনিভার্স বাহরাইন ২০২২’-এ বিচারক হিসেবে যুক্ত হলেন বলিউড অভিনেত্রী ও মডেল ঊর্বশী রওতেলা। এর মাধ্যমে পারস্য উপসাগরের পশ্চিম অংশের দ্বীপরাষ্ট্রটির সেরা সুন্দরী খুঁজে বের করার মিশনে অংশ নেবেন তিনি।

বিষয়টি সামাজিকমাধ্যমে জানিয়েছেন ঊর্বশী নিজেই। ঊর্বশী রাউতেলা ‘দক্ষিণ কোরিয়ায় মিস এশিয়ান সুপারমডেল’ ২০১১, ‘মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার’, ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ ২০১২ ও ‘মিস ডিভা’ ২০১৫ খেতাব জয়ের পর বলিউডে পা রাখেন তিনি।

এছাড়া ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্বও করেন ২৮ বছর বয়সী এ সুন্দরী। স্বাভাবিক কারণেই ভারতের গণ্ডি পেরিয়ে গেছে তার পরিচিতি। সে সুবাদে এবার ‘মিস ইউনিভার্স বাহরাইন ২০২২’-এর বিচারকের আসনে দেখা যাবে তাকে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।