‘যারা বিশ্বাস করেননি এখন তাদের বিশ্বাস হবে’
logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘যারা বিশ্বাস করেননি এখন তাদের বিশ্বাস হবে’

নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২২ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: স্বপ্ন এখন সত্যি। উদ্বোধন হলো বহু আশা-আকাঙ্ক্ষার পদ্মা সেতুর। শনিবার (২৫ জুন) স্বপ্নের সেতুটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের সবচেয়ে বড় সেতু প্রকল্প উদ্বোধনের দিন যাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, তাদের মধ্যে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।

সমাবেশ যোগদান শেষে গণমাধ্যমকে কাদের সিদ্দিকী বলেন, ‘আসলে কোনো কাজ থাকলে তার বাধা থাকে। বাধা অতিক্রম করে কাজ করায় আনন্দ আছে। আজকে এতকিছুর পরও এই যে পদ্মা সেতু হয়েছে, এ জন্য অহংকার করারও কোনো কারণ নেই, আবার দুঃখিত হওয়ারও কারণ নেই।’

তিনি বলেন, ‘যারা এর সমালোচনা করেছেন, তারাও ঠিক করেছেন। যারা এটায় আশান্বিত হয়েছেন তারাও ঠিক করেছেন। যারা আগে সমালোচনা করেছেন, বিশ্বাস করেননি; এখন তাদের বিশ্বাস হবে। এ জন্য তাদের মাটির তলে দিয়ে দেয়ার কোনো মানে হয় না।’

মানুষকে অপমান করার চেষ্টা করা ঠিক নয় মন্তব্য করে কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা সবচেয়ে বড় ক্ষতি করি, মানুষকে অপমান করার চেষ্টা করি। মানুষ তো ভুল করেই, ভুল করবেই। এ জন্য সে এই পৃথিবীতে থাকার অধিকার হারিয়ে ফেলছে, এটা ঠিক নয়।’

পদ্মা সেতু উদ্বোধনে রাজনীতিতে আওয়ামী লীগের এগিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ কাজ করলে সে অগ্রসর হবে, এটাই স্বাভাবিক।’

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।