রাজবাড়ির ইসলামপুর সড়কের বেহালদশা হাজারো মানুষ জনদুর্ভোগে
logo
ঢাকা, সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ির ইসলামপুর সড়কের বেহালদশা হাজারো মানুষ জনদুর্ভোগে

সুমন শেখ, রাজবাড়ী
মার্চ ২১, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর হইতে বহরপুর পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা দিয়ে প্রায় ২০টি গ্রামের হাজারো মানুষের চলাচল করার একমাত্র যাতায়াত ব্যবস্থা এটি। ধুলাবালি,খানাখন্দ,আর ভাংগায় সীমাহীন জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে দীর্ঘদিন যাবত রাস্তাটির পাকা সুলিং বা কার্পেটিং এর কাজ বন্ধ থাকার কারণে। এই রাস্তা ব্যবহারকারী স্কুল,কলেজের ছাত্রছাত্রীরা, পথচারী, গাড়ি চালক, এলাকাবাসী সহ সবাই পড়েছেন মহা বিপদে। এতে করে এলাকার সাধারণ মানুষ ও পথচারীদের একদিকে যেমন বেড়েছে চরম দুর্ভোগ ভুগান্তি অন্যদিকে সর্দি,কাশি,জ্বর,শাস্বকষ্ট সহ বিভিন্ন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হচ্ছে নারী শিশুসহ সব বয়সের মানুষ।

ভুক্তভোগী ও এলাকাবাসীরা জানান, স্থানীয় উপজেলার প্রকৌশলী ও ঠিকাদারের অবহেলায় রাস্তার কাজ বন্ধ রয়েছে। পথচারী ও এতগুলো গ্রামের মানুষ চলাচল তো করতেই পারছেনা,উল্টো ভাতের সাথে ধুলোবালি খাচ্ছে।

এ বিষয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদ এর চেয়রাম্যানের আহাম্মদ আলি জানান,দীর্ঘ দিন রাস্তার কাজ থাকায় এলাকাবাসী নাজেহাল হয়ে পড়েছে। উপায় জানা নেই কারো।

আর ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বাধিকারী শরিফুল ইসলামকে প্রশ্ন করা হয়েছিল, কি করণে রাস্তার কাজ দীর্ঘ দিন বন্ধ রয়েছে। এমন প্রশ্নের কোন সঠিক জবাব দিতে পারেনি তিনি। তবে দুই একদিনের মধ্যে রাস্তার কাজ শুরু করার দিয়েছেন আশ্বাস।

তবে ভিন্ন কথা বলেছেন বালিয়াকান্দি উপজেলার নির্বাহী প্রকৌশলী, খন্দকার রাহাত ফেরদৌস, তিনি বললেন মুলত অর্থনৈতিক সংকট বা সময় মত বিলের টাকা ঠিকাদার না পাওয়ার কারণে দীর্ঘদিন কাজটি বন্ধ রয়েছ। এ সাপ্তাহের মধ্যে টাকা আসার কথা রয়েছে তাহলেই আবার রাস্তার কাজ হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।