সবাই আমাকে ভালোবাসে, কিন্তু সময় দিতে পারছি না : দীঘি
logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সবাই আমাকে ভালোবাসে, কিন্তু সময় দিতে পারছি না : দীঘি

বিনোদন ডেস্ক
জুলাই ২৬, ২০২২ ৮:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিনেপর্দায় প্রার্থনা ফারদিন দীঘি যতটা না জনপ্রিয়, তার চেয়ে ঢের জনপ্রিয় অন্তর্জালে। ফেসবুক, ইউটিউবের বাইরে টিকটকে আছে তাঁর বিশাল ভক্তকুল।

কিন্তু চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মনে করেন, টিকটকের কারণে ইমেজ বা ভাবমূর্তি খারাপ হচ্ছে এই চিত্রনায়িকার। গতকাল শনিবার সন্ধ্যায় আলোচিত ‘পরাণ’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন দীঘি।

টিকটক করা প্রসঙ্গে প্রার্থনা ফারদিন দীঘির ভাষ্য, ‘টিকটক আমি একা করি না বাংলাদেশের নায়িকাদের মধ্যে, অনেকেই করে। আমি জানি না তাঁদের কেন এই প্রশ্ন করা হয় না। আপনি টিকটক করছেন দেখে আপনার ইমেজ খারাপ হতে পারে বা কথা হচ্ছে, কথাটা আমাকে নিয়ে বেশি হয়…। টিকটক আমরা সব সময় করার সময় পাই না, আমাদের হাতে এত অঢেল সময় থাকে না যে টিকটক করার জন্য রেডি হব…। যখন আমরা ফ্রি থাকি, একটা কাজ করছি তখন ১৫ সেকেন্ড করা যায়।’

দীঘি বিবাহিত

 

নায়িকা জানিয়েছেন টিকটক থেকে সরে আসছেন তিনি। সেটা তাঁর ভাষ্যে এমন, ‘আপনারা যদি এখন আমাকে ফলো করেন, আমার হাতে আসলে ওই সময়টা নেই। পড়াশোনা, এসব কাজ নিয়ে আমার হাতে… আসলে সময় এতটাও পাওয়া যায় না। আমি যেহেতু জিনিসটা সময় দিতে পারছি না, জিনিসটা থেকে বের হয়ে আসতেছি… আপনারাও বের হয়ে আসেন এবার।’

তবে দীঘি জানিয়েছেন টিকটকে সবাই তাঁকে ভালোবাসেন, স্বীকার করেছেন এই অ্যাপের জন্য ফলোয়ারও বেড়েছে তাঁর। নায়িকা বলছিলেন, ‘টিকটকে আমার জনপ্রিয়তা বেড়েছে না কমেছে, আমি জানি না। টিকটকে আমাকে মানুষ অনেক সাপোর্ট দিয়েছে, পছন্দ করেছে; যার জন্য এক সময় ঘন ঘন বা অনবরত করা হতো… আমার ফলোয়ার এ জন্যই বেড়েছে। কিন্তু সবাই আমাকে ভালোবাসে।’

প্রার্থনা ফারদিন দীঘি আরও জানিয়েছেন চলতি বছর দুই সিনেমা বড় পর্দায় আসছে তাঁর; ‘মুজিব’ ও ‘শ্রাবণ জোৎস্নায়’।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।