বাংলাদেশের গ্রামীণ খেলাধুলা একে একে হারিয়ে যাচ্ছে। তেমনই একটি খেলা নৌকা বাইচ। এক সময় গ্রামেগঞ্জে নিয়মিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। নৌকা বাইচ প্রতিযোগিতাকে সামনে রেখে এলাকায় তৈরি হতো উৎসবের আমেজ। এখন সেই নৌকা বাইচ প্রতিযোগিতা এক প্রকার হয় না বললেই চলে। যেখানে অনুষ্ঠিত হবে সেই নদীই প্রায় জায়গাতে ভরাট হয়ে গিয়েছে।
তবে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বরিউলীতে লন্ডন প্রবাসী বদরুল আলমের উদ্যোগে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে ‘বদরুল আলম নৌকা বাইচ প্রতিযোগিতা’। আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে এবারের নৌকা বাইচ প্রতিযোগতা।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান। আরও উপস্থিত থাকবেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীমা শারমীন, নৌকা বাইচ প্রতিযোগিতার চেয়ারম্যান বদরুল আলম, ঢাকা সংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যনির্বাহী সদস্য মো. মহিউদ্দিন পলাশ, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাখয়াত হোসাইন, বেঙ্গল গ্রুপের স্বত্তাধীকারী মশাহীদ আহমেদ, ফেঞ্চুগঞ্জ কল্যান সমিতি ইউকের মেজাম্মেল হক সুনাম, রাহেলা শেখ, আবুল কালাম পিন্টু, মোহাম্মদ শামীম আহমেদসহ অনেকে।