হামাসকে সহায়তায় ইরানকে সতর্ক করলেন বাইডেন
logo
ঢাকা, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হামাসকে সহায়তায় ইরানকে সতর্ক করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১২, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের হামাসকে সহায়তায় ইরানকে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক প্রাণহানি এবং ঘরবাড়ি ছেড়ে হাজার হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ায় ব্যাপক আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে তিনি দেশটিকে সতর্ক করেন।

ওয়াশিংটনে ইহুদি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

বাইডেন বলেন, আমরা ইরানিদের পরিষ্কার জানিয়েছি, সতর্ক থাকুন। বাইডেন বলেন, হামাস ও হিজবুল্লাহকে সমর্থন দেওয়া ইরানের উচিত ইসরায়েলের কাছাকাছি অবস্থান করা যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও বিমান মোতায়েনকে একটি বার্তা হিসেবে দেখা। তবে ইরান বলছে, তারা হামাসের এ হামলার সঙ্গে সম্পৃক্ত নয়।

ইসরায়েলের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তারা গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে হামলার চালাচ্ছে।

প্রসঙ্গত, শনিবার ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস কয়েক বছরের মধ্যে ইসরায়েলের ওপর সবচেয়ে বড় হামলা চালায়। ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারেরও বেশি রকেট হামলা করে সংগঠনটি। এ রকেট হামলার ৫ ঘণ্টা পর জনগণের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের ঘোষণা দেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।