হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ
logo
ঢাকা, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
মার্চ ৬, ২০২৩ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

ইংল্যান্ডের বিপক্ষে তিন-ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়ে গেছে স্বাগতিক বাংলাদেশের। ফলে সোমবার (০৬ মার্চ) শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে টস জিতে ব্যাটিং বেছে নিলেন টাইগার কাপ্তান তামিম ইকবাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বেলা ১২টায়। 

সিরিজে টানা তৃতীয়বার টস জিতলেন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়ক এবার নিলেন ব্যাটিং। মিরপুরে প্রথম ওয়ানডেতে নিয়েছিলেন ব্যাটিং, পরের ম্যাচে ফিল্ডিং। এবার আবার ব্যাটিংয়ে ফিরে গেলেন তামিম।

ধবলধোলাই এড়ানোর মিশনে এক পরিবর্তন বাংলাদেশ দলে। ইনজুরিতে থাকা পেসার তাসকিন আহমেদের বদলে দলে অন্তর্ভুক্তি হয়েছে এবাদত হোসেনের।

অন্যদিকে, একাধিক পরিবর্তন রয়েছে সফরকারীদের একাদশে। এক ম্যাচ পর দলে ফিরেছেন ক্রিস ওকস ও জোফরা আর্চার। এছাড়া ওয়ানডেতে আজ অভিষেক হতে যাচ্ছে বোলিং অলরাউন্ডার রেহান আহমেদের।

২০১২ সালে সবশেষ ঘরের মাঠে পাকিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর ২০১৪ সালে তিন ম্যাচের সিরিজে ভারতের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল টিম টাইগার্স। ভারতের বিপক্ষে ওই সিরিজের পর থেকেই ওয়ানডে ফরম্যাটে উন্নতি করা শুরু করে বাংলাদেশ।

বিদেশের মাটিতে নিয়মিত ম্যাচ জয়ের ধারা শুরু করার পাশাপাশি ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে ওঠে তারা। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজের আগে ২০১৬ সালে মাত্র একটি সিরিজ হারে টাইগাররা। কাকতালীয়ভাবে আবারও ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে গেছে বাংলাদেশ। এতে করে ঘরের মাঠে সাতটি ওয়ানডে সিরিজ জয়ের পর অবশেষে হারের মুখ দেখল টাইগাররা।

আক্রমণাত্মক ক্রিকেট খেলার অভ্যাস থাকলেও প্রথম দুই ম্যাচে কন্ডিশনের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়ে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নেয় ইংল্যান্ড। প্রথম ম্যাচে বাংলাদেশি স্পিনারদের দারুণভাবে সামলে ৩ উইকেটের জয় পায় ইংলিশরা। দ্বিতীয় ওয়ানডেতে ১৩২ রানের বড় জয়ে সিরিজ নিজেদের করে নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলাদেশের একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারেন, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।