দীর্ঘ ৩১ ঘণ্টা পর সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। প্রথমে নগরীর আম্বরখানা ও টিলাগড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর জিন্দাবাজারসহ আশপাশের কিছু এলাকায় স্বাভাবিক হয় বিদ্যুৎ সরবরাহ।
বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) খন্দকার মোকাম্মেল হোসেন বলেন, সন্ধ্যা ৬টার দিকে প্রথমে আম্বরখানা ও টিলাগড়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়। পরে জিন্দাবাজারসহ কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। দ্রুত বাকি সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।
এর আগে দীর্ঘ ৩১ ঘন্টা ধরে বিদ্যুৎবিহীন ছিল সিলেট মহানগর ও এর আশপাশের এলাকা। বিদ্যুৎ বিহীন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর থেকেই অন্ধকারে পুরো সিলেট। এতো লম্বা সময় ধরে বিদ্যুৎ না থাকায় বাসা-বাড়িতে দেখা দিয়েছে তীব্র পানির সঙ্কট।