৭০ হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতারন
logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৭০ হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতারন

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার
জুলাই ১০, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৭০ হতদরিদ্র পরিবারের মধ্যে কোরবানির মাংস পৌঁছে দিয়েছে বড় আমখোলা যুব ঐক্য পরিষদ।

পরিষদ এর পক্ষ থেকে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন এর একটি গ্রামে দুস্থ মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।

আর্থিক সমস্যার কারণে অনেক অসহায় ব্যক্তি কোরবানি দিতে পারেন না। তাদের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বড় আমখোলা যুব ঐক্য পরিষদ।

বড় আমখোলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব, কাওসার বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি এলাকার মানুষের পাশে থাকার জন্য। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। একই সাথে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।