খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তালতলীতে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
logo
ঢাকা, শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তালতলীতে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, তালতলী (বরগুনা)
ডিসেম্বর ১, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বরগুনার তালতলীতে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুল আলম মামুনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে স্থানীয় মাদ্রাসার ছাত্রদের দিয়ে পবিত্র কুরআন খতম করা হয়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি বরগুনা-১ আসনের বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লার সুস্থতা ও রাজনৈতিক অগ্রগতির জন্যও বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া পরিচালনা করেন স্থানীয় মদিনা মসজিদের ইমাম ইব্রাহিম বিন হোসাইন। দোয়া মাহফিলে বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দেশের রাজনৈতিক অস্থিরতা ও অসুস্থ নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সবাই হাত তুলে মোনাজাতে অংশ নেন।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা জানান, “বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রতীক। আমরা তার দ্রুত সুস্থতা এবং আগের মতো জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ ফিরে পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।