২৩ অক্টোবর শাপলা চত্বরে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ
logo
ঢাকা, শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

২৩ অক্টোবর শাপলা চত্বরে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হবে আগামী ২৩ অক্টোবর। এই দিনটিকে উদযাপন করতে মতিঝিলের শাপলা চত্বরে ঢাকা বিভাগীয় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এজন্য কেন্দ্রীয় সাংগঠনিক ৫টি টিম গঠন করা হয়েছে। এসব টিমের দায়িত্ব দেওয়া হয়েছে ২২ জন কেন্দ্রীয় নেতাকে।

সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷ এতে জানানো হয়, টাঙ্গাইল, মানিকগঞ্জ কিশোরগঞ্জ জেলার দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নজিবুল্লাহ হিরু, বেগম শামসুন নাহার, তারানা হালিম।

মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলার দায়িত্ব পেয়েছেন- লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সিমিন হোসেন রিমি, সৈয়দ আবদুল আউয়াল শামীম, আনোয়ার হোসেন এবং সাহাবুদ্দিন ফরাজী।

টিম-৩ এ ঢাকা, মুন্সিগঞ্জ ও রাজবাড়ীর দায়িত্বপ্রাপ্তরা হলেন- অ্যাড. কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাড. মৃণাল কান্তি দাস, অ্যাডভোকেট সানজিদা খানম।

গাজীপুর জেলা ও গাজীপুর মহানগরের দায়িত্ব পেয়েছেন- ডা. দীপু মণি, সিদ্দিকুর রহমান, অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, ইকবাল হোসেন অপু।

ফরিদপুর, নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগরের দায়িত্ব পেয়েছেন- মির্জা আজম, ড. আবদুস সোবহান গোলাপ, দেলোয়ার হোসেন, জাহানারা বেগম এবং মোহাম্মদ সাইদ খোকন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।