শিরোপা জিতিয়ে যে সতীর্থদের ট্রফি উৎসর্গ করলেন তামিম
logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোপা জিতিয়ে যে সতীর্থদের ট্রফি উৎসর্গ করলেন তামিম

স্পোর্টস ডেস্ক
মার্চ ২, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ গ্রহণ করেছে ফরচুন বরিশাল। আর এই ট্রফি জয়ের পেছনে অন্যতম নায়ক ছিলেন তামিম ইকবাল। দক্ষিণবঙ্গের দলটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় করেছেন ট্রফি। তবে ট্রফি জয়ের পর সেটি উৎসর্গ করেছেন দুই সতীর্থ মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে। এ কারণও জানিয়েছেন তিনি।

তামিম বলেন, ‘অবশ্যই যে কোনো ট্রফি ফ্যান্টাসটিক। কিন্তু আমাদের দলে এমন কয়েকজন ছিল, কিছু তরুণ খেলোয়াড়, মিরাজ বলেন বা সৌম্য বলেন; দুইজন সিনিয়র ক্রিকেটার রিয়াদ ভাই, মুশফিক। তারা দেশকে অনেকদিন ধরে সেবা দিচ্ছে। কিন্তু ওরা এই ট্রফিটা এখনো পায়নি। আমার নিজেরই একটা ইচ্ছা ছিলো আল্লাহ যদি আমাদের দেয় (ট্রফি) তাহলে এই ট্রফি তাদের উৎসর্গ করব। ’

‘আমি জানি মিরাজ, সৌম্য, তাইজুল তাদের সামনে অনেক সময় আছে অনেক ট্রফি জেতার। আমি জানি না রিয়াদ ভাই ও মুশফিক ভাই (কতদিন খেলবে)। যেভাবে তারা পারফর্ম করেছেন হয়তো চালিয়ে যাবে। অন্যদের মতো এত নয়। এই কারণে প্রেজেন্টেশনের সময় ওদের নিয়ে গিয়েছি। কারণ তারা জেতার কাছাকাছি আগেও গিয়েছিল। ’-যোগ করেন তামিম।

ট্রফি জিততে ব্যক্তিগত আবেগ ছিল কিনা এমন প্রশ্নে তামিম বলেন, ‘ব্যক্তিগত কোন আবেগ ছিল না। ভালো করতে চেয়েছি। হয়ত সেরা অবস্থায় ছিলাম না কিন্তু অবদান রেখেছি।’

এছাড়া দলের মধ্যে পরিবেশ বেশ ভালো ছিল বলে জানিয়েছেন শিরোপাজয়ী তামিম। তিনি বলেছেন, ‘বিদেশিরা ভালো খেলোয়াড় তো বটেই তারা ভালো মানুষ ছিল। আমরা প্লে অফে আসতে পারব নাকি পারব না তা নিয়ে নিজেরাও শঙ্কায় ছিলাম, কিন্তু দলের পরিবেশের কারনে এটা করতে পেরেছি। আমি মালিকের কথা বলব, উনার সঙ্গে আমার দ্বিতীয়বার। উনার টাকা পয়সা দেওয়ার দায়িত্ব ছিল। সেটা দারুণ করেছেন। ক্রিকেটের কোনো দিকে যুক্ত হননি। ’

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।