বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে সংসদ সদস্য
logo
ঢাকা, সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে সংসদ সদস্য

আব্বাস আলী, ঝিনাইদহ
জুলাই ৩, ২০২১ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ সদস্যরা সভাপতি থাকতে পারবেন না বলে আদালতের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে আবারও সংসদ সদস্যদের আসার সম্ভাবনা দেখা দিয়েছে।

বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ সদস্যরা সভাপতি থাকতে পারবেন না বলে আদালতের দেয়া আদেশের প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ব্যক্তিগতভাবে যে কোন নাগরিকের অধিকার কেউ কেড়ে নিতে পারেন না।

তিনি বলেন, এখানে আইনমন্ত্রী রয়েছেন। তার সঙ্গে কথা হয়েছে। বিষয়টি নিয়ে আপিল হয়েছে। অ্যাটর্নি জেনারেলের সাথেও আলাপ হয়েছে। আপিলটি যখন উঠবে তখন শুনানি হবে। আর শিক্ষা মন্ত্রণালয় তখনই যথাযথ দায়িত্ব পালন করবে। সভাপতি থাকার এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না।

গত বুধবার (৩০ জুন) সংসদে বাজেট পাসের প্রক্রিয়ার সময় বিরোধী দলের সংসদ সদস্যদের বিভিন্ন ছাঁটাই প্রস্তাবের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।