১২২ বছরের ইতিহাসে যে রেকর্ড গড়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

১২২ বছরের ইতিহাসে যে রেকর্ড গড়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

স্পোর্টস ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৪ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর দক্ষিণ আফ্রিকা সফরের দুই টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ব্যবধানে হারে ভারত। এরপর গতকাল প্রোটিয়াদের বিপক্ষে কেপটাউন টেস্টে মাঠে নেমে প্রবল প্রতাপে ঘুরে দাঁড়ায় রোহিত শর্মার দল। মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে ৫৫ রানে অলআউট হয়ে ১১১ বছর পর লজ্জার রেকর্ড গড়ে স্বাগতিকরা। এরপর ব্যাট করতে নেমে মাত্র ১১ বলের ব্যবধানে কোনো রান যোগ না করেই ৬টি উইকেট হারিয়ে সফরকারীররাও গড়েছে লজ্জার এক অনন্য রেকর্ড।

কেপটাউন টেস্টের প্রথম দিনেই দুই দলের এমন ব্যাটিং ভরাডুবির কারণে টেস্ট ক্রিকেটের গত ১২২ বছরের ইতিহাসে প্রথমবারের মত ঘটেছে এক ঘটনা।

সিরাজের আগুনে বোলিংয়ে বিধ্বস্ত হয়ে ৫৫ রানে দক্ষিণ আফ্রিকা অল আউট হওয়ার পর ভারতও অলআউট হয় ১৫৩ রানে। এরপর দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে ৬২ রান তুলতেই আরও ৩ উইকেট হারায় প্রোটিয়ারা। সব মিলিয়ে কেপটাউন টেস্টে কাল প্রথম দিনেই মিলেছে ২৩ উইকেটের দেখা।

টেস্ট ক্রিকেটে এমন ঘটনা সবশেষ ঘটেছিল ১২২ বছর আগে। ১৯০২ সালে মেলবোর্নে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার এক ম্যাচে প্রথম দিনেই পড়েছিল ২৫ উইকেট। এরপর প্রথম দিনেই ২৩ বা তার বেশি উইকেটের দেখা মেলেনি। তবে কাল ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়েই আবার এমন ঘটনার সাক্ষী হল টেস্ট ক্রিকেট।

এরও আগে ১৮৮৮ সালে একবার ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যকার এক ম্যাচেই একদিনে পড়েছিল ২৭ উইকেট। তবে সেটি ছিল দ্বিতীয় দিনের খেলায়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।