প্রথম ধাপে ৩৭১ ইউনিয়নে ভোটগ্রহণ ১১ এপ্রিল
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম ধাপে ৩৭১ ইউনিয়নে ভোটগ্রহণ ১১ এপ্রিল

স্টাফ রিপোর্টার | দৈনিক বিবর্তন
মার্চ ৫, ২০২১ ৮:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ মার্চ। এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ মার্চ।

বুধবার (৩ মার্চ) রাজধানীর নির্বাচন ভবনে কমিশনের এক সভায় এ তফসিল চূড়ান্ত করা হয়। সভা শেষে নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার গণমাধ্যমকে এসব কথা জানান।

ইসি সচিব বলেন, ৩৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। বাকিগুলোতে কাগজের ব্যালটে ভোটগ্রহণ করা হবে।

ইসি সূত্র জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে দলীয় প্রতীক এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্দলীয় প্রতীকে ভোট হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।