কোটচাঁদপুরে মাদক মামলায় নবনির্বাচিত কাউন্সিলরের ১ বছরের কারাদণ্ড
logo
ঢাকা, বুধবার, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে মাদক মামলায় নবনির্বাচিত কাউন্সিলরের ১ বছরের কারাদণ্ড

আব্বাস আলী | ঝিনাইদহ জেলা প্রতিনিধি
মার্চ ৫, ২০২১ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর আবু হানিফকে মাদক মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। সে ১৬ই জানুয়ারী নির্বাচনে কোটচাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার বাড়ী দুধসরা গ্রামে পিতা মৃত জয়নাল আবেদিন।

কোটচাঁদপুর থানার ২০১৮ সালের একটি মাদক মামলায় আদালতে ১ বছরের সাজা সাথে নগদ ৫০০ টাকা জরিমানা করা হয়েছিল কাউন্সিলর আবু হানিফের। মামলা নং কোটচাঁদপুর থানা-৭৫/২০১৮। উল্লেখ্য গত জানুয়ারি মাসের ২২ তারিখে বিজ্ঞ আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করে। তার অনুপস্থিতিতেই মামলার রায় ঘোষণা করে আদালত। ১ বছরের কারাদণ্ডের সাথে ৫০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড আদেশ দেন বিজ্ঞ আদালত।

আজ শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোটচাঁদপুর থানার পুলিশ। মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।