আউয়াল কমিশনের প্রথম কমিশন সভা আজ
logo
ঢাকা, শুক্রবার, ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আউয়াল কমিশনের প্রথম কমিশন সভা আজ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৫, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন কমিশনের প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৫ এপ্রিল)। নির্বাচন কমিশন সচিবালয়ের সংস্থাপন শাখার উপসচিব মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত কমিশন সভার নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

ইসি সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার বেলা ১১টায় আউয়াল কমিশন প্রথম বৈঠকে বসতে যাচ্ছে। কমিশন সভায় ছয়টি বিষয় নিয়ে আলোচনা করা হবে।

আলোচনার মধ্যে রয়েছে- কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, পৌরসভা সাধারণ নির্বাচন, ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন, বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র এবং বিবিধ বিষয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কাজী হাবিবুল আউয়াল কমিশনের প্রথম সভায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানে ‘বীর মুক্তিযোদ্ধা’ সংবলিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার বিষয়ে আলোচনা করা হবে। কেএম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) বিদায় নেওয়ার আগের দিন (১৩ ফেব্রুয়ারি) হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ৬৮ জন বীর মুক্তিযোদ্ধার হাতে এই কার্ড তুলে দেওয়া হয়। বাকিদের এই কার্ড দেওয়া হবে কি না, এই বিষয়ে হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন কমিশন সিদ্ধান্ত নেবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।