অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন
logo
ঢাকা, সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৬, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপিসহ কয়েকটি বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে সরকারি অগ্রণী ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে আটটার দিকে বাসে আগুনের খবর পায় তারা। পরে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে এর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।

বিএনপি ও কয়েকটি বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ভোর ছয়টায় শুরু হয়েছে। অবরোধের সমর্থনে রাজধানীতে তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। যানবাহনের সংখ্যা কিছুটা কম হলেও চলাচল স্বাভাবিক রয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।