ইউপি সদস্যকে গুলি করে হত্যা: গুলিবিদ্ধ ছেলে হাসপাতালে ভর্তি
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইউপি সদস্যকে গুলি করে হত্যা: গুলিবিদ্ধ ছেলে হাসপাতালে ভর্তি

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন
মার্চ ৮, ২০২১ ৮:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরের অভয়নগরে  ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় তার ছেলে ইব্রাহিমও (১৬) গুলিবিদ্ধ হয়েছে। আজ রোববার (৭ মার্চ) রাত ৮টার দিকে শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের বাবুরহাট এলাকায় শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য  নুর আলী ওরফে নুর আলী মেম্বারকে (৫০) গুলি করে সন্ত্রাসীরা।

অভয়নগর থানা পুলিশের ওসি মিলন কুমার মণ্ডল সাংবাদিকদের জানান, রোববার অভয়নগর থানা পুলিশের ৭ মার্চের আনন্দ উদযাপন অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন নুর আলী ও তার ছেলে। শুভরাড়া ইউনিয়নের বাববুরহাট এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা কাছ থেকে তাদের গুলি করেন। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা নুর আলী। তার ছেলে ইব্রাহিমের পায়ে গুলিবিদ্ধ হয়।

ইব্রাহিমকে হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে, জানান ওসি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।