ফিলিস্তিনিদের বাড়িঘর ছাড়ার নির্দেশ ইসরায়েলের
logo
ঢাকা, বুধবার, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের বাড়িঘর ছাড়ার নির্দেশ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ৮, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনিদের বাড়িঘর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী (আইডিএফ)। দেশটির সামরিক বাহিনীর সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পাল্টাপাল্টি হামলার জেরে এ নির্দেশনা দেয়া হয়। খবর সিএনএনের।

গতকাল শনিবার ইসরায়েলে হাজার হাজার রকেট হামলা করে হামাস। এরপর গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। এসব হামলা-পাল্টা হামলায় এরই মধ্যে দুপক্ষের প্রায় পাঁচশ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ।

আইডিএফ বলছে, শনিবার হামাসের হঠাৎ রকেট হামলার জবাবে গাজায় ইসরায়েলি অভিযান অব্যাহত রয়েছে। এ জন্য নিরাপত্তার কথা বিবেচনা করে বেসামরিক ফিলিস্তিনিদের দেরি না করে অন্যত্র চলে যেতে বলে ইসরায়েলি বাহিনী।

রোববার এক এক্সবার্তায় আইডিএফের আরব গণমাধ্যমবিষয়ক মুখপাত্র আভিচায় আদ্রাই বলেছেন, গাজা প্রণালির বাসিন্দাদের মনোযোগ আকর্ষণ করছি। হামাসের অভিযানের কারণে আইডিএফ বাধ্য হয়ে আপনাদের আবাসিক এলাকায় অভিযানে নেমেছে। নিরাপত্তার জন্য আপনাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।