টিকা নেওয়ার পরেও তালতলীর ইউ.এন.ও করোনা পজেটিভ
logo
ঢাকা, মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

টিকা নেওয়ার পরেও তালতলীর ইউ.এন.ও করোনা পজেটিভ

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার
আগস্ট ৮, ২০২১ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওসার হোসেন দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন।

রবিবার(৮ আগষ্ট) বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওসার হোসেন তিনি নিজেই মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। গতকাল শনিবার দুপুরে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেওয়া হলে রাত ৯টার দিকে পরীক্ষার রেজাল্টে তার করোনা পজিটিভ আসে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, কিছুদিন ধরে তিনি জ্বর, গলাব্যথায় ভুগছিলেন। সন্দেহ হলে তালতলী গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দেন এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোটে পজিটিভ প্রতিবেদন আসে। এরপর থেকেই তিনি সরকারি ডরমেটরীতে আইসোলেশনে আছেন। এর আগে তিনি করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছিলেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাইজুর রহমান বলেন,ইউএনও শারিরীক অবস্থা অনেকটা ভালো আছে বর্তমানে। তঁাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এই আমাদের মেডিকেল অফিসার ড.দিলীপ। গতকাল দুপুরের দিকে তার নমুনা সংগ্রহ করে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্টে করোনা পজিটিভ প্রতিবেদন। তিনি আরও বলেন ইউএনও) মো. কাওসার হোসেন এর আগে করোনা টিকার দুই ডোজ সস্পূর্ণ নেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওসার হোসেন মুঠোফোনে বলেন, তিনি সরকারী ঢরমেটরীতে আইসোলেশনে আছেন। তার শরীর অনেকটা ভালো আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।