জামালপুরে গাঁজা সহ আটক ২
logo
ঢাকা, মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে গাঁজা সহ আটক ২

জামালপুর প্রতিনিধি
আগস্ট ৯, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরে ৩০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করছে র‌্যাব। সোমবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার দিগপাইতের আল আমিনের মুদি দোকানের সামনে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাইফুল ইসলাম ও শামীম গাজী। তারা কুমিল্লার দেবিদ্বারের বাসিন্দা।

প্রেসি বিজ্ঞপ্তিতে র‌্যাব কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার দিগপাইতের আল আমিনের মুদি দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা, এক হাজার ৯০০ টাকা, একটি পিকআপ, তিনটি মোবাইল জব্ধ করে।

তিনি আরো জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয়সহ সরবরাহ করে আসার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা করা হয়েছে। রাতেই তাদের জেলহাততে সোপর্দ করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।