বরগুনায় শতাধিক শিশুর অংশগ্রহণে কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতা!
logo
ঢাকা, রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বরগুনায় শতাধিক শিশুর অংশগ্রহণে কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতা!

শাজনুস শরীফ, বরগুনা প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৩ ৮:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

শতাধিক শিশু ও কিশোরদের অংশগ্রহণে কোরাআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বরগুনায়। গরীবের বন্ধু ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে আল মামুন এন্টারপ্রাইজের সামনে শুক্রবার(৮ সেপ্টেম্বর)দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কোরাআন তেলাওয়াত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার শতাধিক শিশু ও কিশোর অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি হাফেজ গোলাম মাওলা জাহিদ। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব মীর মোঃ বজলুর রহমান।

গরীবের বন্ধু ব্লাড ফাউন্ডেশনের পরিচালক মোঃ আরিফ হোসেন খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বরগুনা পৌরসভার সাবেক মেয়র মোঃ শাহদাত হোসেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদেরকে কোরাআন, জায়নামাজ ও নগদ অর্থ পুরস্কৃত করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
  আগষ্ট