বিএনপির সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

বিবর্তন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৩ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির সাথে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী মূল্যায়ন প্রতিনিধি দল। যেখানে প্রতিনিধি দলের ১২ জন সদস্য রয়েছেন।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে গুলশান কার্যালয়ে পৌঁছায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এরপরেই সেখানেই তারা বৈঠকে বসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেন, বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত আছেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, শামা ওবায়েদ।

জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপরিস্থিতি যাচাই করতে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে।

গত শনিবার ছয় সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে পৌঁছে। আগামী শুক্রবার পর্যন্ত দলটি বাংলাদেশে অবস্থান করবে।

প্রসঙ্গত, বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে কথা বলবে দলের প্রতিনিধিরা।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।