বিবাহিত তরুণীরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে মিস ইউনিভার্স
logo
ঢাকা, মঙ্গলবার, ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিবাহিত তরুণীরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে মিস ইউনিভার্স

বিনোদন ডেস্ক
আগস্ট ১০, ২০২২ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

মেধাবী সুন্দরী খুঁজে বের করার প্রতিযোগিতা মিস ইউনিভার্স এর নিয়মে বড় ধরনের পরিবর্তন এলো। দীর্ঘ ৭০ বছর ধরে চলা প্রতিযোগিতাটিতে এতদিন শুধুমাত্র অবিবাহিত তরুণীরাই অংশ নিতে পারতেন। এখন থেকে বিবাহিতরাও প্রতিযোগী হতে পারবেন।

২০২৩ সাল থেকে এই প্রতিযোগিতায় বিবাহিত নারীরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। একইসঙ্গে অন্তঃসত্ত্বা এবং সন্তানের মায়েরাও চাইলে নিজেকে মেলে ধরতে পারবেন।

সম্প্রতি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক পত্রিকাকে জানায়, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন ঘটে। এটা তারই অংশ। এই সিদ্ধান্তটা সময়ের নিরিখে খুবই স্বাভাবিক একটা সিদ্ধান্ত।

ফলে ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন বিবাহিতরা। এদিকে মিস ইউনিভার্সের এমন সিদ্ধান্তকে যুগান্তকারী ও ঐতিহাসিক তা একবাক্যে স্বীকার করেছে গোটা ফ্যাশন দুনিয়া।

সর্বশেষ ‘মিস ইউনিভার্স ২০২১’ হয়েছেন ভারতীয় সুন্দরী হারনাজ কৌর সান্ধু। এর মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছর পর ভারত পেল তার তৃতীয় মিস ইউনিভার্সকে। শেষবার ইজরায়েলে বসেছিল মিস ইউনিভার্সের আসর।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।