রাবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগের প্রতিবাদ
logo
ঢাকা, বুধবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগের প্রতিবাদ

রাবি প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হৃদয় মণ্ডল, আমোদিনী পার সহ সাম্প্রতিক সময়ে হিন্দু শিক্ষকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সনাতন শিক্ষক-শিক্ষার্থীবন্দৃ। সোমবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সনাতনী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে তাঁরা এসব ঘটনার বিচারের দাবি জানান।

মানববন্ধনে নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুমনা সরকার বলেন, ১৯৭১ সালে অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে আমরা স্বাধীনতা পেলেও একটি চক্র বিভিন্ন ভাবে উস্কানিমূলক কথা বলে আমাদের সেই চেতনাকে সম্প্রতি নষ্ট করছে। যত দ্রুত সম্ভব এই চক্রকে নির্মুল করতে হবে। বিভিন্ন সময় ফেসবুক হ্যাক করে ধর্মের নামে উস্কানি মূলক কথা বলে হিন্দুু ধর্মাবলম্বীদের উপর হামলা করা হয়। কিন্তু তার সুষ্ঠ বিচার আমরা পাই না। আমরা প্রত্যেকটা ঘটনায় দেখি যে তাৎক্ষণিক ভাবে গ্রেফতার করা হলেও তদন্তে যখন মূল আসামি বেড়িয়ে আসে তখন আর কোন ব্যবস্থা নেয়া হয় না। ফলশ্রুতিতে ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটছে। অথচ, ঘটনা ঘটার পর যদি এর সত্যতা যাচাই করে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে বার বার এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হতো না।

প্রণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এদেশে ১৫% হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা ছিল। সেই সময়ও একটি চক্র হিন্দুরা বাংলাদেশে যেন বাস করতে না পারে, তারা যেন অন্যত্র চলে যায়, সে ব্যবস্থা করছে। যার ফলে হিন্দু সম্প্রদায় ১৫ শতাংশ থেকে নেমে ৮ শতাংশে চলে এসেছে। সচেতন সমাজকে একত্রিত হয়ে এ কুচক্রী মহলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। শুধু হৃদয় মন্ডল নয়। এমন ভাবে অনেকদিন ধরেই সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করা হচ্ছে। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

চারুকলা বিভাগের মনু মোহন বাপ্পার সঞ্চালনায় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।