ডিএমপির ৬ কর্মকর্তাকে পদায়ন
logo
ঢাকা, বুধবার, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএমপির ৬ কর্মকর্তাকে পদায়ন

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

পদায়নকৃত কর্মকর্তারা হলেন- সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সাইবার ইন্টেল) ইমরানুল ইসলামকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, রমনার বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রল-রমনা) তরিকুল ইসলামকে ডিবি মিরপুরে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার এস এম আসিফ আল হাসানকে প্রটেকশন বিভাগে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার কাউসার আহমেদ সাগরকে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াছমিন তিসাকে কল্যাণ ও ফোর্স বিভাগে এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে রমনার বিভাগের পেট্রল-রমনা হিসেবে পদায়ন করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।