খুলনায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, চালক আটক
logo
ঢাকা, শনিবার, ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, চালক আটক

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় ট্রাকের চাপায় সুজন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন রূপসার আইচগাতী ইউনিয়নের বেল্লাল হোসেনের ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।

লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় ট্রাক চালক সাতক্ষীরার পাটকেলঘাটার নগরঘাটা গ্রামের জাকির হোসেনের ছেলে আজমীর হোসেনকে আটক করা হয়েছে।

লবনচর ফাঁড়ির ইনচার্জ শরীফুল ইসলাম বলেন, রাত সাড়ে নয়টার দিকে একটি মোটরসাইকেল রূপসা ব্রীজ পার হয়ে খুলনার দিকে আসছিল। মোটরসাইকেলটি শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে সুজন নামে এক আরোহী পড়ে গেলে ট্রাকের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সুজনের মৃত্যু হয়। এলাকাবাসী ঘটনস্থল থেকে ঘাতক ট্রাক চালক আজমীর হোসেনকে আটকের পর পুলিশের নিকট সোপর্দ করে। সে পাটকেলঘাটা উপজেলার নগরঘাটা গ্রামের জাকির হোসেনের ছেলে সে। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।