উরফির ভিডিও প্রকাশ, নেটপাড়ায় হইচই
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উরফির ভিডিও প্রকাশ, নেটপাড়ায় হইচই

বিবর্তন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের ছবি ও ভিডিও প্রকাশ করে থাকেন উরফি জাভেদ। পোশাকাদি, সাজসজ্জাও থাকে উদ্ভট। তারপরও বিষয়টি নিয়ে আগের মতো মাথা ঘামান না নেটিজেনরা। তাদের সয়ে গেছে। এবার এমন এক ভিডিও প্রকাশ পেল উরফির যা দেখে চুপ থাকতে পারলেন না নেটাগরিকরা। যাকে বলে একেবারে হইচই নেটপাড়ায়।

ওই ভিডিওতে উরফিকে বলতে শোনা গেছে, ‘আমার মতো মেয়ে যদি রাস্তায় বের হয়, তাহলে ছেলেরা তো দেখবেই, তারা কি আর চোখ বন্ধ করে থাকবে?’ কিন্তু তাকে সহজে চিনতে পারছেন না নেটাগরিকরা। কয়েকবার চোখ কচলে নিতে হচ্ছে।

চিরচেনা উরফিকে চিনতে কষ্টের কারণ হলো, ভিডিওটি বেশ পুরোনো। অডিশনের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছিলেন উরফি। তারপরই তা ছড়িয়ে যায়। ভিডিওতে অফ হোয়াইট রঙের কুর্তায় দেখা যাচ্ছে উরফিকে। যা দেখে নেটপাড়া অবাক।

ভিডিও লিংক

এদিকে উরফির ওই ভিডিওর মন্তব্যের ঘরে নানা ধরনের মন্তব্য করেছেন নেটাগরিকরা। কারও মতে ‘উরফি তো আগেই বেশি সুন্দর দেখতে ছিল।’  কেউ লিখেছেন, ‘অস্ত্রোপচারের আগেই তো উনি সুন্দর ছিলেন। অস্ত্রোপচার করে মুখের বারোটা বাজিয়ে ফেলেছেন’। কারোর কথায়, ‘এত খারাপ অভিনয়, এজন্যই কেউ কাজ দেয় না।’

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।