রাণীশংকৈলে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার
logo
ঢাকা, শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
জুন ১৩, ২০২৩ ৭:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের পূর্ব পাশে নিজ বাসায় গলায় গলায় ওড়না পেচানো  আরবী আক্তার (২০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে।  রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।  নিহত আরবী বাবলা রহমানের স্ত্রী ও এক সন্তানের জননী।সোমবার (১২ জুন) সকাল ১১ টার দিকে নেকমরদ গন্ডগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে স্বামীর সাথে কিস্তির টাকা নিয়ে কথা কাটাকাটি হয় আরবীর। দিনমজুর স্বামী বাবলা প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাইরে চলে গেলে সকলের অগোচরে নিজ ঘরের বাঁশের শরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। দেড় বছরের শিশুর কান্নাকাটিতে পাশের বাড়ির লোকজন তাদের বাড়িতে ছুটে আসে। তারা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় আরবীর লাশ দেখতে পায়। তারা  থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তার কিছু আলামতও দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এনিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।