তিতাস গ্যাসের পরীক্ষার সূচি প্রকাশ, আছে গুরুত্বপর্ণ নির্দেশনাও
logo
ঢাকা, বুধবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

তিতাস গ্যাসের পরীক্ষার সূচি প্রকাশ, আছে গুরুত্বপর্ণ নির্দেশনাও

চাকরি ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ৭:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। একই সঙ্গে প্রার্থীদের জন্য বেশি কিছু নিদের্শনাও প্রদান করা হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১০ মার্চ। পরীক্ষা চলবে ২২ মার্চ পর্যন্ত। এ পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২৫। পরীক্ষার্থীদের রোল নম্বর ও বিস্তারিত সূচি দেখা যাবে এই লিংকে

রাজধানীর কারওয়ান বাজারে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে এই পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার সময় তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।