তালতলীতে মামাকে হত্যা করতে গিয়ে বাবার কান কাটার অভিযোগ
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালতলীতে মামাকে হত্যা করতে গিয়ে বাবার কান কাটার অভিযোগ

তালতলী (বরগুনা) প্রতিনিধি
মার্চ ১৪, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে বরগুনার তালতলীতে মামা রাসেল কে হত্যা করতে গিয়ে বাবা কালামের কান কাটার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন রাসেলের বোন তুলি ও তার পরিবার।

সোমবার (১৪ মার্চ) সকাল ১০ টায় তালতলী সাংবাদিক ফোরামে সংবাদ সম্মেলনে অভিযোগ করে তারা বলেন, গত ১১মার্চ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পাওয়াপাড়া  গ্রামে আবু কালাম আমাদের একটি গরুকে বেধড়ক পেটায়। এই বিষয়ে রাসেল জিজ্ঞাসাবাদ করতে গেলে কালামের সাথে তর্কাতর্কি হয়।পরে হাতাহাতিরুপ নেয় একপর্যায়ে কালাম রাসেলের বুকে কামর দিয়ে বুকের মাংস ছিরেনেয়। এ সময় রাসেলও কালামের গায় হাতদিলে কালামের ছেলে উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক আরিফের নেতৃত্ব ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে  রাসেলকে হত্যার উদ্দেশ্য হামলা করে। এ সময় রাসেল হামলা থেকে বাঁচতে কালামকে ধাক্কাদিলে আরিফের হাতে থাকা বগি দা  কালামের কানে লেগে কান কেটেযায়।

এ ঘটনায় আহত রাসেল হাসপাতাল চিকিৎসা নিতে গেলেও সেখানেও মারার হুমকি প্রদান করে আরিফ ও তার বাহিনী, প্রতিনিয়ত তারা বিভিন্ন যায়গায় হুমকি প্রদান করছে।

এ বিষয় উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মো.আরিফ বলেন, রাসেলের সাথে জমিজমা নিয়ে আমাদের ঝামেলা আছে তারই জের ধরে আমার বাবাকে মারধর ও কান কেটে নিয়েছে রাসেলের সন্ত্রাসী বাহিনী। একইসাথে আমার মাকেও পিটিয়ে আহত করেছে। আমি ঘটনার সময় বরগুনা ছিলাম, স্থানীয়রা আমার বাবাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে, আমি আমার বাবা ও মাকে হাসপাতালে অসুস্থ অবস্থায় পেয়েছি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।