নেইমারের জোড়া গোলে পিএসজির জয়
logo
ঢাকা, শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

নেইমারের জোড়া গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক
আগস্ট ১৪, ২০২২ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

লিগ ওয়ানের নতুন মৌসুমে পিএসজির শুরুটা দুর্দান্ত ছিল। শনিবার (১৪ জুলাই) ঘরের মাঠে মোঁপিলিয়েকে ৫-২ গোলে হারিয়েছে তারা। পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে নেইমারর গোড়া গোলে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই।

ম্যাচ শুরুর ২৩ মিনিটের মাথায় প্রথম গোলের সুযোগ মিস করে পিএসজি। মোঁপিলিয়ের এক ডিফেন্ডারের হ্যান্ডবল হলে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক নিতে আসেন এমবাপ্পে। তার নেয়া শট গোলরক্ষক রুখে দেন। এতেই লিড নেওয়া হয়নি পিএসজির।

প্রথমার্ধের শেষ দিকে এমবাপ্পের গোলে প্রথম সাফল্য আসে পিএসজির। পিএসজি ১-০ গোলে এগিয়ে যায়। ম্যাচের ৪১ মিনিটে দ্বিতীয় পেনাল্টি পায় নেইমাররা। তবে এবার স্পটকিক নিতে এগিয়ে আসেন এই ব্রাজিলিয়ান তারকা। দারুণ এক পেনাল্টি শটে বল জালে জড়িয়ে পিএসজির ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি বুঝে ওঠার আগেই মোঁপিলিয়াকে বোকা বানিয়ে ম্যাচের ৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন নেইমার। পিএসজি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

এরপর সেই ব্যবধান কিছুটা কমিয়ে দেয় ওয়াহবি খাজ্রি। মোঁপিলিয়ের হয়ে একটি গোল পরিশোধ করেন তিনি। তবে এই ব্যবধান ১০ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা। ৬৯ মিনিটে এমবাপ্পের গোলে ব্যবধান গিয়ে দাঁড়ায় ৪-১ এ।

খেলার শেষ দিকে রেনাতো সানচেজের গোলে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় মোঁপিলিয়ের। কিন্তু হারের ব্যবধান কমা ছাড়া এতে তেমন একটা লাভ হয়নি। শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।