নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই পরীমনির
logo
ঢাকা, সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই পরীমনির

বিনোদন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২২ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঘটনার সত্যতা জানতে চাইলে পরীমনির প্যানেলের সাধারণ সম্পাদক চিত্র নিপুণ দৈনিক বিবর্তন কে বলেন, ‘আমরা তো জানি এখন পরীর শরীরটা খারাপ। সে তো আমাদের সঙ্গে সাইন করা, এখন আর আসলে প্রার্থীতা প্রত্যাহারের সময়ও নেই, সরে দাঁড়ানোরও সুযোগ নেই।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করার কথা পরীমনির।

তবে হঠাৎ শনিবার দুপুরে গণমাধ্যমে পরীমনি জানান, শারীরিক অবস্থার কারণে নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন।

তবে ঘটনার সত্যতা জানতে চাইলে পরীমনির প্যানেলের সাধারণ সম্পাদক চিত্র নিপুণ দৈনিক বিবর্তন কে বলেন, ‘আমরা তো জানি এখন পরীর শরীরটা খারাপ। সে তো আমাদের সঙ্গে সাইন করা, এখন আর আসলে প্রার্থীতা প্রত্যাহারের সময়ও নেই, সরে দাঁড়ানোরও সুযোগ নেই।

তাহলে পরীমনি নির্বাচনের মাঠে সক্রিয় থাকবেন না, বিষয়টি এমন কিনা জানতে চাইলে নিপুণ বলেন, ‘সক্রিয় থাকবে কিনা এখন বলতে পারছি না, সে যখন দেখা করেছে তখন শরীর খারাপের কথা বলেছে। আমরা বলেছি বেটার ফিল করলে বের হইয়ো, কারণ কোভিড পরিস্থিতিও তো ভালো না।’

চলচ্চিত্র সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনের সদস্যরাও বিষয় নিশ্চিত করে জানান, শনিবার দুপুর ২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সময় ছিল। এই সময়ের মধ্যে লিখিত পরীমনির আবেদন তাদের কাছে জমা পড়েনি।

তবে বিষয়টি নিয়ে জানতে পরীমনির হোয়াটসঅ্যাপে কল দেয়া হলে তিনি রিসিভ করেননি।

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। নির্বাচনে আরেকটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।