‘ডিলিট’-এ যুক্ত হলেন মৌ খান
logo
ঢাকা, রবিবার, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘ডিলিট’-এ যুক্ত হলেন মৌ খান

বিনোদন ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

নবাগত ঢালিউড নায়িকা মৌ খান। সম্প্রতি যুক্ত হলেন ‘ডিলিট’ নামক একটি সিনেমায়। ছবিটি পরিচালনা করবেন সুজন বড়ুয়া। জানালেন, রোমান্টিক ফ্যান্টাসি গল্পে নির্মিত হবে ছবিটি। প্রযোজনায় থাকবে ব্ল্যাক পিপার এন্টারটেইনমেন্ট।

ছবিটির নাম কেন ‘ডিলিট’ রাখা হলো? এ ব্যাপারে নির্মাতা সুজন বড়ুয়া বলেন, “মানুষের প্রেম-ভালোবাসার মাঝে অনেক কিছু ডিলিট করা হয়। এমন গল্পই দেখা যাবে সিনেমায়। তাই নাম রেখেছি ‘ডিলিট’। যা কিছু মন্দ তা ডিলিট করে শুদ্ধ প্রেমের কথা বলব আমরা।”

‘ডিলিট’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে মৌ খান বলেন, ‘নতুন চলচ্চিত্রের গল্পটি ভীষণ চমৎকার। পড়েই ভালো লেগেছে। আমার চরিত্রটিও দারুণ। এজন্য এতে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করব ছবিটি দর্শককে হলে টানবে।’

আগামী এপ্রিল মাসে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। ঢাকা ও সিলেটের বিভিন্ন মনোরম লোকেশনে চলবে দৃশ্যধারণের কাজ।

খুব শিগগির নায়কসহ চূড়ান্ত শিল্পী তালিকা প্রকাশ করা হবে বলেও জানান নির্মাতা সুজন বড়ুয়া।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।