দৌলতদিয়ায় নির্মাধীন ভবনের নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
logo
ঢাকা, বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়ায় নির্মাধীন ভবনের নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সুমন শেখ, রাজবাড়ি
মার্চ ১৬, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার ভোরে মুক্তি মহিলার সমিতির নাইট গার্ড নির্মাণাধীন ভবনের দেওয়ার পানি দেওয়ার জন্য গেলে, অজ্ঞাত মৃত্যু ব্যক্তিকে দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয় এসময় স্থানীয় এলাকাবাসী উৎসুক জনতা ভীর করে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে মুলত পুর্ব শত্রুর জেরে ধরে খুন করা হয়েছে।

লাশের শরীরের বিভিন্ন অংশে গলায়, কপালের বাম পাশে,বুকের নিচে পেটে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। পরণে ছিল গেন্জি কালো রং এর প্যান্ট, পায়ে কালো জুতা ছিল। পরিকল্পিত হত্যা কান্ড বলে ধারনা করা হচ্ছে। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।