মা হতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ— অভিনেত্রীর বিয়ের পর অসংখ্যবার ছড়িয়েছে গুঞ্জনটি। এবারও ফের ডানা মেলল। তবে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এবার অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে খবরটি।
সূত্র জানিয়েছে, চলতি বছর-ই ক্যাটের কোলে আসবে নতুন অতিথি। আগামী অক্টোবর কিংবা নভেম্বরে সন্তান জন্ম দিতে পারেন নায়িকা। তবে এ প্রসঙ্গে বরাবরের মতো এবারও মুখে তালা ভিক্যাটের।
তবে গত কয়েক মাস ধরে ক্যাটের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা আরও বেড়েছে। কারণ, এখন তাকে প্রকাশ্যে দেখা যায় না খুব একটা। সূত্রের খবর, সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন অভিনেত্রী। সন্তানের সঙ্গে থেকে তার দেখাশোনা করবেন বলেই ঠিক করেছেন।
ক্যাটরিনাকে সবশেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। শ্রীরাম রাঘবনের পরিচালনায় এতে আরও অভিনয় করেন বিজয় সেতুপতি প্রমুখ। অন্যদিকে ভিকিকে শেষ দেখা গেছে ‘ছাভা’ সিনেমায়। এতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রাশমিকা মান্দানা।